বাড়ি আমার পাখির বাসা
লক্ষ্মণ ভাণ্ডারী


আকাশ পারে পূবের কোণে সূর্য্যি যখন উঠে,
ফুল বাগানে ফুলের কলি সকলি দেখি ফুটে।
সোনার আলো ঝলমলিয়ে উঠোনে রোদ হাসে,
কাকের দল ঝগড়া করে কূয়ো তলার পাশে।


দুটো শালিক সকাল হলে ঘুরে উঠোনময়,
জোড়াশালিক দেখতে ভালো সবলোকেই কয়।
আমার বাড়ি বেড়ার পাশে, আছে আমের বন,
সারাটা দিন কোকিল ডাকে, ভরে আমার মন।


চড়ুই পাখি উঠোনে রোজ চরতে যবে আসে,
ফড়িংগুলো উড়তে থাকে কচি সবুজ ঘাসে।
ময়না, টিয়া, পায়রাগুলো, ঘুরে উঠোনটায়,
একটু পরে কেউবা ঘুরে, কেউবা উড়ে যায়।


পাখির মত আপনজন কোথায় গেলে পাই?
বাড়ি আমার পাখির বাসা সুখ শান্তির ঠাঁই।