আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে মাটির উঠান,
তরুশাখে পাখিদের শুনি কলতান।
প্রভাতে অরুণ রবি উঠে পূবপানে,
পশ্চিমেতে অস্ত যায় দিবা অবসানে।


গাঁয়ে আছে পদ্মদিঘি কাল তার জল,
মরাল মরালী সেথা করে কোলাহল।
পানকৌড়ি ডুব দেয় পদ্মদিঘি জলে,
দিঘি তার কাল জল ভরা পদ্মফুলে।


রাঙাপথে গান গেয়ে চলিছে পথিক,
দুপুরে নির্জন হয় ফাঁকা চারিদিক।
সাদাবক পাখা মেলে উড়িছে গগনে,
রাখাল বাজায় বাঁশি দূরে আমবনে।


বেলা পড়ে সূর্য ঢলে পশ্চিমের পানে,
সাঁঝের সানাই বাজে শুনি সুর কানে।
বাজিছে কাঁসর ঘন্টা দেবীর মন্দিরে,
সন্ধ্যাদীপ শুরু হয় প্রতি ঘরে ঘরে।