অমর একুশে                ভাষা দিবসে
         স্মৃতি কোণে গাঁথা রয়,
সন্তান হারা                 কত না মায়ের
         আজও অশ্রুধারা বয়।


হল বলিদান                 কত শত প্রাণ
         বাংলা মাতৃভাষা তরে,
কত না যন্ত্রণা               সহিলাম মোরা
         কত শত বছর ধরে।


মাতৃভাষার                 দিবসে আজিকে
        সেই ব্যথা বুকে বাজে,
যাঁদের রক্তে               হলো রঞ্জিত
        ধূলি কণা ধরা মাঝে।


শত তরুণের              তাজা খুনে আজ
            উদিল অরুণ রবি,
যেদিকে তাকাই           দেখিবারে পাই
           শহীদ তরুণ ছবি।


সন্তান হারা               মায়েদের অশ্রু
         আজও অবিরত ঝরে,
বাংলার ভাষা             মায়ের ভাষা
        লেখা রক্তাক্ত অক্ষরে।


বুকের রক্তে              লিখেছে যাঁরা
         বাংলা ভাষার নাম।
স্মরণ করি               আজিকে তাঁদের
         জানাই লাল সেলাম।