বাংলাকে মাতৃভাষার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের মত অগণিত ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। শত শহীদের রক্তে লেখা মাতৃভাষা এই বাংলা ভাষা। আমরা হারি নি, হারতে পারি না, আমরা লড়াই করতে জানি, আমরা ভাষার তরে প্রাণ উত্সর্গ করতে জানি, আমরা ভীরু নই, আমরা কাপুরুষ নই, আমরা লড়াই করে মরতে পারি। আমরা বাঙালী, বাংলা আমাদের জন্মভূমি। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা।


আসুন, আজকের মাতৃভাষা দিবসে, শত শহীদদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানাই। মাতৃভাষার মান ও সম্মান রক্ষার জন্য আমরা সংকল্প করি। আমাদের পরিচয় আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমাদের পরিচয় আমরা বাঙ্গালী, বাংলা ভাষাভাষী সকলেই আমরা এক জাতি এক প্রাণ। আসুন, আমরা মাতৃভাষাকে যথাযোগ্য সম্মান দিই, সোচ্চার কণ্ঠে বলি-বাংলা ভাষা আমার গর্ব, আমার অহংকার। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!


অমর একুশের কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলা মায়ের ভাষা মেটায় মনের আশা
বাংলার গানে আছে সুর,
বাংলার যাত্রাপালা কান করে ঝালাপালা
বাংলা তাই এত সুমধুর।


কত না বছর ধরে বাংলা ভাষার তরে
কত প্রাণ হলো বলিদান,
দিবারাতি জেগে রই কান পেতে শুনি ওই
অমর একুশের আহ্বান।


যায় যাবে যাক প্রাণ মাতৃভাষার সম্মান
সবাকার এই হোক ব্রত,
মাতৃভাষা স্বাধীনতা ঘুচাবো মায়ের ব্যথা
আজি মোরা নিলাম শপথ।


বাংলা হলো রাষ্ট্রভাষা পুরিল সকল আশা
কত শহীদের রক্ত-দান,
শত প্রাণ বলিদান রাখিল ভাষার মান
ইতিহাস আছে তা প্রমাণ।


আজি হাতে হাত রেখে ফাগুন পরাগ মেখে
অমর একুশে দেয় ডাক,
মাতৃভাষা জয়গান জাতি ও ভাষার মান
হিংসা দ্বেষ সব মুছে যাক।  


আমার পূর্ব-প্রকাশিত আরও একটি কবিতা


রক্ত দিয়ে লেখা মাতৃভাষা
              লক্ষ্মণ ভাণ্ডারী


শত শহীদের               রক্ত দিয়ে লেখা
           আমাদের মাতৃভাষা,
মাতৃভাষার তরে           জীবন দিয়ে যাঁরা
           দিয়ে গেল ভালবাসা।


হাসিমুখে প্রাণ             দিল বলিদান
           বাংলা ভাষার তরে,
তাদের শোকে             বাংলা মায়ের
           দুই চোখে অশ্রু ঝরে।


বাংলা আমাদের           জন্মভূমি মা
           বাংলা আমাদের ভাষা,
বাংলার গর্বে               ফুলে উঠে বুক
            জাগে নব নব আশা।


রক্তমূল্য দিয়ে              কিনেছি আমরা
             মাতৃভাষা স্বাধীনতা,
বহুদিন পরে                মায়ের আজিকে
             ঘুচিল দুঃখ ব্যথা।


বাংলায় মোরা               কথা বলি আর
             বাংলায় গাহি গান,
বাংলার শ্যামল             মাটিতে ফলে
             সোনার ফসল ধান।


আসিছে অমর              একুশে ফেব্রুয়ারী
             শুনি তারই আহ্বান,
মাতৃভাষা দিবসে            নিলাম শপথ
             রাখিব ভাষার মান।


আমার পূর্ব-প্রকাশিত আরও একটি কবিতা


রক্তে লেখা মাতৃভাষা
- লক্ষ্মণ ভাণ্ডারী


আমার তরুণ ভাইদের
তাজা রক্তে রাঙানো
সেই একুশে ফেব্রুয়ারী।


কবিতার পাতায়
কথা বলে আজি
কালো অক্ষরের সারি।


বিপ্লবী এই বাংলায়
বারুদের গন্ধ আজ
সৌরভ ছড়ানো বাতাসে ।


আজও এই বাংলায়
নীল আকাশের গায়
চাঁদ ও তারারা হাসে।


আকাশে তারা আছে,
কিন্তু তারা নেই, যারা
ভাষার তরে দিয়েছে প্রাণ।


বুলেট বিদ্ধ তাজা
তরুণের রক্তে লেখা
বাংলা মাতৃভাষার গান।