আমার গাঁয়ের অজয় নদী
অবিরাম চলে বয়ে,
অজয়ের ঘাটে বধূরা আসে
কাঁখেতে কলসী লয়ে।


ঘাটের কাছে বটের গাছে
পাখি সব গীত গায়,
একতারা নিয়ে বাউল গাহে
গাঁয়ের বাউল ভাই।


রবিবার তাই অজয়ের ঘাটে
বসেছে আজিকে হাট,
দিনশেষে সবে চলে কলরবে
নির্জন নদীর ঘাট।


দিনের শেষে ক্লান্ত পাখিরা
ফিরিছে আপন নীড়ে,
নির্জন ঘাটে আঁধার নামে
অজয় নদীর তীরে।


আমার গাঁয়ের অজয় নদী
কুলু কুলু বয়ে চলে,
পূর্ণিমা রাতে জোছনা ঝরে
অজয় নদীর জলে।