আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (অষ্টম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ে          পথের বাঁয়ে
       আম কাঁঠালের বন,
গাছের ফাঁকে        কোকিল ডাকে
       ভরে ওঠে প্রাণমন।


গাঁয়ের মায়া          শীতল ছায়া
      মাটির পরশ পাই,
গাঁয়ের মাটি         সুখের ঘাঁটি
      আমার সুখের ঠাঁই।


সবুজ গাছে         পাখিরা নাচে
      গাঁয়ের পথের ধারে,
অর্জুন শাল         আম কাঁঠাল
      তালগাছ সারে সারে।


গাঁয়ের মাঝে        কাঁসর বাজে
      সাঁঝের আঁধার নামে,
জোনাকি জ্বলে      আঁধার হলে
      বটের তলার বামে।


গাঁয়ের মাটি        বসত বাটি
      আমার শান্তির ঠাঁই,
মাটি আমার       মা যে আমার
     মাকে প্রণাম জানাই।