আমার কবিতা অজয় নদীর মাঝি
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর মাঝি রে তুই ...সময় যে আর নাই,
ভিড়লো তোর জীবন তরী জীবন নদীর কিনারায়।


ভবের হাটে এসে রে তুই পূজলি না গুরুর চরণ,
জীবন মরণ মরণ জীবন করলি না সাধন ভজন।


দিনের শেষে দেখ নামলো আঁধার সাঁঝের বেলায়,
অজয় নদীর মাঝি রে তুই ...সময় যে আর নাই।


দিন তো গেল সন্ধ্যা হলেই নামের তরী দে ভাসিয়ে,
জপ রে নাম অবিরাম তুই নামের ধ্বজা দে উড়িয়ে।


জীবন মরণ কররে স্মরণ সময় যে তোর বয়ে যায়,
ভিড়লো তোর জীবন তরী জীবন নদীর কিনারায়।


ভবের হাটে এসে রে তুই পূজলি না গুরুর চরণ,
জীবন মরণ মরণ জীবন করলি না সাধন ভজন।


দিনের শেষে দেখ নামলো আঁধার সাঁঝের বেলায়,
অজয় নদীর মাঝি রে তুই ...সময় যে আর নাই।


অজয় নদীর মাঝি রে..........