আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড


গাঁয়ের কবিতা-৪
-লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গ্রাম প্রিয় সবাকার,
এই গ্রাম, এই মাটি, জননী আমার।
গাঁয়ে আছে্ ছোটনদী বহে কল কল,
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল।


প্রভাতে অরুণ রবি লাল হয়ে উঠে,
কাননে কুসুম কলি ফুল হয়ে ফুটে।
তরুর শাখায় পাখি করে কলতান,
বসন্তে কোকিল গাহে ভরে মনপ্রাণ।


নদীঘাটে জল নিতে আসে যত মেয়ে,
নদীজলে চলে মাঝি নাওখানি বেয়ে।
দিবসের শেষে যবে সূর্য অস্ত যায়,
সোনালি কিরণ ঝরে নদী কিনারায়।


চাঁদ উঠে তারা ফুটে কেটে যায় রাত
পাখি ডাকে, বহে বায়ু, হয় সুপ্রভাত।