আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড


গাঁয়ের কবিতা-৯
              - লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
পূবে রোজ উঠে রবি পাখি গায় গান।
সকালে সোনার রবি ছড়ায় কিরণ,
কাননে কুসুম ফুটে বহে সমীরণ।


ছোট গাঁয়ে ছোট দিঘি কালো তার জল,
পানকৌড়ি জলে ডুব দেয় অবিরল।
জলে তার হাঁসগুলি কাটিছে সাঁতার,
তালগাছ পাড়ে তার আছে চারিধার।


ছোট গাঁয়ে ছোট নদী নামটি অজয়।
বৈশাখ মাসেতে তার হাঁটুজল হয়।
আষাঢ়ে প্রবল বান কানায় কানায়,
দুই কূলে বাড়িঘর সব ভেসে যায়।


এ গাঁয়ের স্নেহছায়া মায়ের মতন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।