আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড


গাঁয়ের কবিতা-৩
         -লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে রাঙাপথ শাল বন পাশে,
বাজিছে মাদল বাঁশি সুর ভেসে আসে।
লাল ধূলোর রাস্তায় পথ গেছে বেঁকে,
পূব দিকে উঠে রবি লাল রঙ মেখে।


সকালের সোনা রোদ ছড়ায় কিরণ,
কমল কাননে ধেয়ে আসে অলিগণ।
তরুর শাখায় বসি, বিহগের দল,
সারাদিন গায় গান করে কোলাহল।


এ গাঁয়ের মাঝখানে চায়ের দোকান,
দোকানী অবনীদাস বেচে চা ও পান।
দূরেতে অজয় নদী তালদিঘি কাছে,
বাবুই বেঁধেছে বাসা সেই তালগাছে।


গাঁয়ে আছে ধানখেত, খেত ভরা ধান,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী শ্রীমান।