আমার প্রাণের ঠাকুর গীতিকবিতা-৬
-লক্ষ্মণ ভাণ্ডারী


প্রাণের ঠাকুর দয়াল আমার
নাম এনেছেন এ ধরায়.
আয়গো তোরা নাম নিবি কে আয়।


গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান,
গুরু পিতা গুরু মাতা দেবতা সমান,
গুরু কাছে দীক্ষা নিলে অজ্ঞান অন্ধকার মুছে যায়।


আয়গো তোরা নাম নিবি কে আয়।
প্রাণের ঠাকুর দয়াল আমার
নাম এনেছেন এ ধরায়.
আয়গো তোরা নাম নিবি কে আয়।


নামের গুণে আকাশ বাতাস প্রকম্পিত হয়।
এই নামেতে ভাসালে তরী কাটে বিপদ ভয়।
স্বভাব কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়, দয়াল নাম বিলালেন বসুধায়।


আয়গো তোরা নাম নিবি কে আয়।
প্রাণের ঠাকুর দয়াল আমার
নাম এনেছেন এ ধরায়.
আয়গো তোরা নাম নিবি কে আয়।