আমার প্রাণের ঠাকুর গীতিকবিতা-৯
-লক্ষ্মণ ভাণ্ডারী


বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম!


বন্দনা করি অনুকূল ঠাকুর নর রূপে ভগবান,
বন্দনা করি প্রাণের ঠাকুর যিনি সর্বশক্তি মান।
বন্দনা করি হৃদয় দেবতা রূপে প্রভু অনুপম।


বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম!


বন্দনা করি যুগের ঠাকুর পরমপিতার চরণ,
যাঁর আশীষে ধন্য হলো আমার এই জীবন।
যুগে যুগে তুমি এসেছো ধরায় হে প্রিয়-পরম।


বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম!


মানুষেরে তুমি ভালবাসা দিয়ে করিলে হৃদয় জয়,
সবারে তুমি করিলে আপন ওগো প্রভু জ্যোতির্ময়।
জীব উদ্ধারে আসিলে ধরায় তুমি হে বিশ্ব সুন্দরম।


বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম!


মন্দিরে তুমি হৃদয়েতে তুমি আছো তুমি সব ঠাই,
ওগো প্রভু হৃদয়ের দেবতা তব নাম আমি গাই।
লক্ষ্মণ কয় ওগো দয়াময় দেহ তব শ্রী রাঙা চরণম।


বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম! বন্দে পুরুষোত্তমম!