আজকে যখন প্রভাত রবি
ছড়িয়ে দিল আলো,
আবীর রঙে রাঙা আকাশ
দেখতে লাগে ভালো।


পাখিরা গায় তরুর শাখায়
কাননে ফোটে কলি,
ফুলের গন্ধে মত্ত আনন্দে
গুঞ্জন করে অলি।


রাঙা পথের দুই ধারেতে
আম গাছের সারি,
মাটির পথে উড়িয়ে ধূলো
চলে গোরুর গাড়ি।


তাল সুপারি খেজুর গাছে
বাবুই বাসা বোনে,
রাখাল সুরে বাজায় বাঁশি
সবাই যে তা শোনে।


শাল পিয়াল বনের ধারে
মাদলে সুর তোলে,
বলাকা উড়ে পাখনা মেলে
আকাশের ঐ কোলে।


অজয় নদী বালির চরে
আসে শালিকদল,
ঘাটের মাঝি নৌকা চালায়
শীতল নদী জল।


দিনের শেষে পশ্চিমে রবি
যখন বসে পাটে,
আঁধার নামে সাঁঝের বেলা
অজয় নদীঘাটে।