আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -৩
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


এই বর্ষ হবে গত দিন দুই পরে,
স্মৃতি শুধু রয়ে যাবে চিরদিন তরে।
এইভাবে কত বর্ষ হয়ে গেছে পার,
স্মৃতি শুধু ভেসে রয় মানসে আমার।


বর্ষশেষে নববর্ষ করে পদার্পন,
নববর্ষে বিশ্ববাসী খুশিতে মগন।
বর্তমান বর্ষশেষে অন্তিম সময়,
শুভক্ষণে নববর্ষ আগমন হয়।


বর্ষশেষে সুধীজন নিও ভালবাসা,
নববর্ষে সবাকার পূর্ণ হবে আশা।
ক্ষমা কর গুণীজন যদি করি ভুল,
বর্ষশেষে দিতে চাহি ভুলের মাশুল।


অসমাপ্ত কার্য যত করি সমাপন,
বর্ষশেষের কবিতা লিখেন লক্ষ্মণ।