আষাঢ়ে বাদল নামে... বৃষ্টি কভু নাহি থামে
আষাঢ়ের কবিতামালা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আষাঢ়ে বাদল ঝরে ঝমাঝম বৃষ্টি পড়ে
পথঘাট জলে ভেসে যায়,
মেঘ ডাকে গুরু গুরু বুক করে দুরু দুরু
আষাঢ়ের ঘন বরষায়।

আকাশেতে জমে মেঘ তুফানের বাড়ে বেগ
বৃষ্টি পড়ে বহে ঘূর্ণিঝড়,
মেঘ ডাকে গুরু গুরু বৃষ্টি পড়া হল শুরু
কোথা বাজ পড়ে কড় কড়।

নয়ন দিঘির পাড়ে হিজল গাছের আড়ে
পানকৌড়ি ডুব দেয় জলে,
দিঘিঘাটে স্নান করে কলসীতে জল ভরে
রাঙাবধূ দ্রুত গৃহে চলে।

ফেরী ঘাটে মাঝি ভাই তরী আনে কিনারায়
যাত্রীদল বোঝা নিয়ে ধায়,
কাব্যের নব কাণ্ডারী কবি লক্ষ্মণ ভাণ্ডারী
লিখে কবি তার কবিতায়।