আসছে ছুটে ইয়াস ঝড়.... ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাইক্লোন
বাংলা বিহার উড়িষ্যার ত্রাস ঘুর্ণিঝড় আসছে
প্রাকৃতিক দুর্যোগের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসছে ছুটে ইয়াস ঝড়
ঝঞ্ঝা ভয়ংকর,
ঐ এলো রে দমকা হাওয়া
ভাঙবে বাড়িঘর।


দারুণ ঝড়ে ভাঙছে পাঁচিল
উড়ছে ঘরের চাল,
ভাঙছে ঝড়ে বাড়ির ছাদ
ভাঙছে গাছের ডাল।


সাইক্লোনের ঝঞ্ঝা বাতাসে
নামলো বাদলধারা,
কালো আঁধার মেঘের থেকে
বিজুলি অশনিভরা।


কালো মেঘের বজ্র হুঙ্কারে
চমকে উঠে সবে,
অঝোর ধারায় বাদল নামে
কি জানি কি হবে।


অজয় চরে নাইকো কেহ
বন্যা নদীর জলে,
একূল ওকুল ভরা দুইকূল
ভাসে বানের জলে।