আসছে ছুটে ইয়াস ঝড়.... ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাইক্লোন
বাংলা বিহার উড়িষ্যার ত্রাস ঘুর্ণিঝড় আসছে
প্রাকৃতিক দুর্যোগের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ঝড় উঠেছে দমকা হাওয়া
আসছে ইয়াস ঝড়,
আকাশ কোণে বিজুলি হাসে
মেঘ ডাকে কড়কড়।


অজয় নদে বান ডেকেছে
ঘোলাজলে নাচে ঢেউ,
সকাল থেকে নামলো বৃষ্টি
নাইকো কূলে কেউ।


আকাশ পারে পূবের কোণে
অরুণ লুকায় মুখ,
দারুণ ঝড়ে বাদল ঝরে
ভয়ে কাঁপে মোর বুক।


ঢুকেছে গাঁয়ে বন্যার জল
ধ্বসে পড়ে বাড়িঘর,
পাখির বাসা বাতাসে উড়ে
কাঁপে ওরা থরথর।


করোনার বিষে দেশ ছেয়েছে
আসছে ইয়াস ঝড়,
অসুস্থ ধরা হবে কি সুস্থ?
তাই কাঁদে নিরন্তর।