অস্তরাগে রাঙে রবি দিবসের শেষে,
অজয়ের নদীঘাটে নামিল আঁধার।
সাঁঝের সানাই বাজে আসে সুর ভেসে,
জ্বলে দীপ। ভেসে আসে শঙ্খের ঝঙ্কার,
গগনেতে তারা ফুটে চাঁদ উঠে হেসে।
শাল পিয়ালের বনে নামে অন্ধকার।


কল কল নদীজল বহে অবিরল,
পঞ্চমীর চাঁদ উঠে, বিনিদ্রা রজনী।
জনশূণ্য ঘাটে নাহি শুনি কোলাহল।
নদীতটে জাগে একা বন্দিনী তরণী।
মধ্যরাতে থেকে থেকে কাঁদিছে শৃগাল।
মায়াময় স্বপ্ন ভাসে গভীর নিশীথে,
দুঃস্বপ্ন তন্দ্রাচ্ছন্ন ভেদি মায়াজাল,
পূর্বদিশা রাঙা হয়, রাত্রি যায় কেটে।