গাঁয়ের মানুষ ব্যস্ত সবাই, সবাই আছে ভালো,
গাঁয়ে এ বছর পৌঁছে গেছে বিদ্যুতের আলো।
কাঁচা সড়ক হয়েছে পাকা, চলছে মোটর গাড়ি,
মাটির বাড়ি গিয়েছে ধ্বসে হয়েছে দালানবাড়ি।


গাঁয়ে হয়েছে হাই-ইস্কুল পাঠশালা নেই আর,
আটচালা ঘর ভেঙে হয়েছে শখের থিয়েটার।
চাঁপাডাঙা মাঠের পরে কারখানা উঠেছে গড়ে,
হাটে বাজারে যাচ্ছে সবাই মোটরবাইকে চড়ে।


নদীর তটে বটগাছটা হয়েছে আরও বিশাল,
ঘাটের মাঝি চালায় তরী উড়ছে সাদা পাল।
নদীর বুকে কাঠের সেতু দেখি নাতো আর,
ব্রিজের উপর রেলের গাড়ি করছে পারাপার।


বদলে গেছে আমার গাঁ বদলে নি গাঁয়ের মাটি,
নদীর তটে নিভৃত শ্মশানে মৃত্যু গেড়েছে ঘাঁটি।
ময়রা পাড়ার ভোলা ময়রা মরেছে গত বছরে,
সেদিন থেকেই মিষ্টির দোকানটা বন্ধ চিরতরে।