বৈশাখের খরা রোদে
সূর্যটা ঐ জ্বলছে,
ছাতা মাথায় পথিক
আলপথে চলছে।


গামছা পরে ছেলেরা
স্নান করে পুকুরে,
জল নিয়ে আসে ঘরে
বধূরা ভর দুপুরে।


নদীঘাটে তরী বেঁধে
মাঝি গেছে ঘরে,
সাদা বক মাছ ধরে
বসে নদী চরে।


কড়া রোদে নদীতট
করে চিকচিক,
সেঁতু পরে রেলগাড়ি
ছোটে ঝিকঝিক।


আম কাঁঠালের বনে
কোকিলের ডাক,
ফেরিওয়ালা রাস্তায়
জোরে দেয় হাঁক।


শাল পিয়ালের বনে
মাদলের তালে,
সাঁওতালীরা নাচে গায়
আপন খেয়ালে।


বেলা যেই আসে পড়ে
সূর্য পড়ে ঢলে,
অরুণ আলোক ঝরে
অজয়ের জলে।