বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্ষে বর্ষে নববর্ষ করে আগমন,
নতুন সকালে হয় বৈশাখী বরণ।
পূবেতে অরুণ রবি ছড়া্‌য় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।


অলস মধ্যাহ্নকাল কাটে না সময়,
বৈশাখের দাবদাহ সহ্য নাহি হয়।
তপ্ত মাটি রাঙাপথে গরুগাড়ি ধায়,
কাঞ্চন তলার মাঠ পার হয়ে যায়।


আসুক বৈশাখমাস করি আবাহন,
প্রচণ্ড উত্তাপ আনো জ্বলুক তপন।
তেজ পুঞ্জ সম রবি কিরণ ছড়ায়,
অজয়ের নদী চর গ্রাম সীমানায়।


অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
সাঙ্গ হয় অবশেষে দিবসের খেলা।
সন্ধ্যায় কীর্তন হয় সারা রাত ধরে,
লক্ষ্মণ লিখিল কাব্য কবিতার আসরে।