বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখের আগমনে বৈশাখী বরণ,
তাপিত হৃদয় মম আর তনু মন।
বৈশাখের দাবদাহে প্রাণ নাহি রয়,
দিনে দিনে বৈশাখের অবসান হয়।


কালবৈশাখীর ঝড়ে ভাঙে গাছপালা,
রৌদ্রাতপে শুষ্ক হয় দিঘি নদীনালা।
বৈশাখের অন্তে হয় জ্যৈষ্ঠ আগমন,
আম কাঁঠালের গন্ধে হরষিত মন।


মধ্যাহ্ন সময়ে হয় উত্তাপ প্রখর,
অজয়ের নদীচরে তপ্ত বালুচর।
স্নানসারি ঘর চলে গাঁয়ের বধূরা,
রাঙাপথে দুইধারে কুল ও ধুতুরা।


সাঁঝের সানাই বাজে নামে অন্ধকার,
গৃহে গৃহে জ্বলে উঠে দীপ চারিধার।
বৈশাখী বরণ কাব্য হলো সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।