বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো হে বৈশাখ মাস করি আবাহন,
দিকে দিকে আজি তাই বৈশাখী বরণ।
গেছে চলে চৈত্র রুদ্র তব আগমনে,
রোদ্রে দগ্ধ ফুলকলি শোভে বনে বনে।


বৈশাখে প্রখর তাপ প্রচণ্ড গরম,
ঘাম ঝরে যদি মোরা করি পরিশ্রম।
মাথার উপরে সূর্য অবস্থানে রয়,
সূর্যের প্রখর তেজ সহ্য নাহি হয়।


বৈকালে কালবৈশাখী বহে যবে ঝড়,
সেই ঝড়ে গাছপালা ভাঙে মড়মড়।
পথে ঘাটে ধূলোবালি উড়ে চারিধার,
কিছু পরে বৃষ্টি নামে আকাশ আঁধার।


অজয়ের নদী চর দূরে দেখা যায়,
বিজুলি ঝলসি উঠে মেঘেরা গর্জায়।
ঝড় থামে বৃষ্টি নামে, শুরু বরিষণ,
বৈশাখী কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।