বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসো হে বৈশাখ তব প্রচণ্ড উত্তাপে,
জল পরিণত করো দ্রুত জলবাষ্পে।
রোদ্র তেজে তপ্ত মাটি পথ চলা দায়,
উড়ে ধূলো রাঙাপথে গরুগাড়ি ধায়।


বৈশাখের দাবদাহে প্রাণ নাহি রয়,
কর্মক্লান্ত সারা দেহে ঘর্মধারা বয়।
আসুক বৈশাখমাস আজিকে ধরায়,
বিশ্ব পরিণত হোক মরু সাহারায়।


মাথার উপরে সূর্য উত্তপ্ত প্রখর,
অজয়ের নদীঘাটে তপ্ত বালিচর।
নদীতে বৈশাখমাসে থাকে হাঁটুজল,
হাঁটু জলে পার হয় যাত্রীরা সকল।


বৈকালে বৈশাখী ঝড় উঠে চারিধার,
গাছ ভাঙে মড় মড়, আকাশ আঁধার।
গগনেতে চাঁদ উঠে সাঁঝের বেলায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।