বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসিল বৈশাখ মাস নতুন বছর,
ছড়ায় দুপুরে রবি উত্তাপ প্রখর।
প্রচণ্ড উত্তাপে তাই প্রাণ নাহি রয়,
বৈকালে কালবৈশাখী ঘুর্ণিঝড় বয়।


বিজুলি চমকি উঠে গগন আঁধার,
ধুলো উড়ে ঝড় বয় পথে চারিধার।
বিহগের ভাঙে নীড়, ধূলায় লুটায়,
ঝড় থামে বৃষ্টি নামে মুষলধারায়।


অজয়ের নদী চর দূরে দেখা যায়,
বিজুলি ঝলসি উঠে মেঘেরা গর্জায়।
বৃষ্টি থামে অবশেষে চাঁদ হাসে দূরে,
সাঁঝের সানাই বাজে সুমধুর সুরে।


এসো হে বৈশাখ মাস করি আবাহন,
গেছে চলে চৈত্র মাস বর্ষ আগমন।
আসিল বৈশাখ তাই বৈশাখী বরণ,
বৈশাখী কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।