বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নতুন বছরে হোক বৈশাখী বরণ,
পবিত্র বৈশাখ মাস পূণ্য শুভক্ষণ।
এস হে বৈশাখ মাস এই বসুধায়,
পাখি সব গীত গায় তরুর শাখায়।


বৈশাখে রবির কর উত্তাপ প্রখর,
তপ্ত রবি তপ্ত মাটি তপ্ত বালুচর।
অজয়ের দুই পারে বকুল ধুতুরা,
স্নান করে নদীজলে গাঁয়ের বধুরা


স্নান সেরে বধূসব চলে নিজ ঘরে,
জল নিয়ে চলে ঘরে রাঙাপথ ধরে।
রবির প্রখর তেজ সহ্য নাহি হয়,
মাঝে মাঝে পথেঘাটে ধুলিঝড় বয়।


বাউলেরা গান গায় একতারা হাতে,
হরি মন্দিরে কীর্তন হয় মাঝ রাতে।
চাঁদ উঠে তারা ফুটে গগনের গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।