বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এস এস নববর্ষ, এসো হে বৈশাখ,
শোকতাপ ব্যধি জরা সব দূরে যাক।
আসুক বৈশাখ মাস তপ্ত করো সৃষ্টি,
কালবৈশাখীর ঝড় নিয়ে আসে বৃষ্টি।


বৈশাখের দাবদাহে প্রাণ নাহি রহে,
অবিরত সারা দেহে ঘর্ম ধারা বহে।
খালি পায়ে রাঙাপথে পথ চলা দায়,
তপ্ত পথে পথ হাঁটি চটি পরা পায়।


অজয়ের নদী ঘাটে প্রখর রোদ্দুর,
শালবনে মিহিসুরে বাজে বাঁশিসুর।
অজয়ের নদী তীরে খর বায়ু বয়,
হাঁটুজলে গরুগাড়ি যাত্রী পার হয়।


বৈকালে বৈশাখীঝড় দ্রুতগতি ধায়,
নীড় হারা পাখি বসে তরুর শাখায়।
ঝড় থামে বৃষ্টি নামে মুষল ধারায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।