বৈশাখী বরণ-১৪২৯ .... এসো হে বৈশাখ
বৈশাখের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্ষে বর্ষে নববর্ষে বৈশাখী বরণ,
পূরব দিশায় রবি ছড়ায় কিরণ।
সবুজ তরুর শাখে পাখি গায় গান,
প্রভাতপাখির গানে মেতে উঠে প্রাণ।


আসিল বৈশাখ রুদ্র প্রাণ নাহি রয়,
পথে ঘাটে মাঠে মাঠে খরবায়ু বয়।
রোদ্রের প্রখর তাপ রোদ লাগে গায়ে,
রাখাল বাজায় বাঁশি, বসি তরুছায়ে।


শাল পিয়ালের বন অজয়ের বাঁকে,
অজয়ের নদীঘাটে হাঁটু জল থাকে।
ক্লান্ত অলস দুপুর ধীরে বেলা কাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।


রাতে কত তারা ফুটে আকাশের গায়,
চাঁদ হাসে আকাশেতে শুভ্র জোছনায়।
রাত কাটে ভোর হয় সমীরণ বয়,
কবিতায় ছন্দে ছন্দে শ্রীলক্ষ্মণ কয়।