বৈশাখের দাবদাহে ক্লান্ত কবিতাগুচ্ছ
বৈশাখের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৈশাখ মাসে
রৌদ্র প্রখর,
তপ্ত বালুকা
নদীর চর।


বৈশাখ মাসে
হাঁটুজল,
বইছে নদী
কল কল।


গাঁয়ের ছেলে
ভর দুপুরে
সিনান করে
পদ্মপুকুরে।


রাঙাপথে
গরুর গাড়ি
দূর গাঁয়ে
দিচ্ছে পাড়ি।


মাথায় ছাতা
পথিক চলে,
একটু বসে
বটের তলে।


দিনের শেষে
সন্ধ্যা হয়,
চাঁদের আলো
জোছনা কয়।