বাংলা আমার জীবন সাধনা,
বাংলার মাটি আমার যে মা।
বাংলার গাছে্ পাখিরা ডাকে,
কোকিল গাহে আমের শাখে।


বাংলার মাটি, বাংলার আকাশ,
বাংলার খেত, বাংলার বাতাস।
বাংলার জল, নদী আর ঘাট,
বাংলার পাখি, বাংলার মাঠ।


বাংলা আমার এদেশ আমার,
তুলনা তার পাওয়া যে ভার,
মরাল ভাসে বাংলার জলে,
বাংলা মহান এ ধরণী তলে।


বাংলার কবি বাংলার গান,
বাংলায় সুরের ঐক্যতান।
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার সকল আশা।


বাংলার ফুল ও বাংলার ফল,
বাংলায় ফলে সোনার ফসল।
সোনার কমল ফোটে দিঘিতে,
মরালমরালী খেলে একসাথে।


বাংলার মাটি বিশুদ্ধ খাঁটি,
নদীর জলে সাঁতার কাটি।
বাংলা আমার জন্মভূমি মা,
বাংলা মায়ের নাই তুলনা।