বাংলার মাটি বাংলার জল
লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলার মাটি বাংলার জল
আমি বাংলাকে ভালবাসি,
বাংলার মাঠে লাঙল চালায়
আমার এই বাংলার চাষী।


মাটিতে ফলে সোনার ধান
গাহে পাখি বাংলার গাছে,
বাংলার জলে মরালী ভাসে
মরালেরা ধায় তার পাছে।


বাংলার ফুল বাংলার ফল
বাংলার মাটি মায়ের গান,
গোঠের রাখাল বাজায় বাঁশি
শুনে জুড়ায় আমার প্রাণ।


বাংলার নদীর সুশীতল জল
খেয়াঘাটে মাঝি নৌকা বায়,
তারারা হাসে রাতের আকাশে
হেথা জোছনা ঝরে পূর্ণিমায়।


বাংলার রাঙা মাটি পথ ধরে
বাউলেরা গায় বাউল গান,
বাংলার রবি যায় অস্তাচলে
হেথা দিবসের হলে অবসান।