বাংলার গান বাঙালির আশা
লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলার গান বাঙালির আশা
আমি বাংলায় গান গাই,
বাংলা আমার হৃদয়ের গান
যেথায় বাংলার সুর পাই।


বাংলা আমার একতারা ভাই
বাংলা আমার স্নেহের পরশ,
বাংলার বাউল যেথায় মিলে
বাংলার তাই এত নাম যশ।


বাংলা আমার প্রাণের ভাষা
লিখি কবিতা তাই বাংলায়,
বাংলার নদী বাংলার জলে
গান গেয়ে মাঝি তরী বায়।


বাংলায় শুনি কোকিলের গান
বাংলায় দেখি পাখিরা নাচে,
বাংলার পথে বাজায় বাঁশরী
গাঁয়ের রাখাল বনের কাছে।


শাল পিয়ালের বনের ধারে
দোয়েল শালিক ঝগড়া করে,
বাংলার মাটি যে সুখের স্বর্গ
মাটির পরশ বাংলার ঘরে।


বাংলা আমার জন্মভূমি তাই
সোনার বাংলা আমার দেশ,
বাংলায় যেন মরতে পারি
হাসিমুখে সহি সকল ক্লেশ।