বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (দশমপর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


ষড়ঋতু শ্রেষ্ঠ বলি নাম ঋতুরাজ,
বসন্তের আগমন হেরি নব সাজ।
প্রকৃতি সেজেছে তাই নব রূপ সাজে,
এসেছে বসন্ত আজি এই ধরামাঝে।


মুকুলিত আম্রশাখে কোকিলেরা ডাকে,
শিমূল পলাশ বন অজয়ের বাঁকে।
কোকিলের ডাক শুনি ভরে উঠে মন,
পলাশের শোভা হেরি ভরে দু’নয়ন।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
জল নিতে আসে বধূ পরি রাঙা শাড়ি।
পশ্চিমে লুকায় রবি অজয়ের চরে,
জল নিয়ে বধূ সব চলে নিজ ঘরে।


জনহীন নদীঘাট বহে সমীরণ,
বসন্তের কাব্যগীতি লিখিল লক্ষ্মণ।