বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


[বসন্তের আগমনে সেই রূপ পাল্টে যায় মুহূর্তে। পৃথিবী নতুন রূপে জেগে ওঠে, প্রকৃতিতে প্রাণ ফিরে আসে; শীতের নীরব পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে কুঞ্জবন; বৃক্ষের শুষ্ক শাখার পল্লব কন্দরে চোখ মেলে সুগন্ধি ফুলের বাহার; মধুলোভী মৌমাছিরা মকরন্দের খোঁজে ফুলের চারপাশে গুঞ্জরণ করে; এরই ফাঁকে তারা ঘটিয়ে দেয় পুষ্পে-পুষ্পে বিবাহ, স্ত্রী ও পুরুষ ফুলের মিলন। এই সব মনোরম দৃশ্য আমাদের দৃষ্টিকে পরিতৃপ্তি দান করে।]


বসন্ত আসিল আজি নব কিশলয়,
তরুশাখে পত্রবৃন্তে বিকশিত হয়।
প্রভাতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।


রাঙাপথ পাশে হেরি পুষ্পিত কানন,
পুঞ্জে পুঞ্জে আসে অলি করে গুঞ্জরন।
আম্রকুঞ্জে কোকিলের শুনি কুহুতান,
বসন্তের দূত গাহে বসন্তের গান।


শিমূল পলাশ বন অজয়ের কূলে,
বসন্তের আগমনে ভরা ফুলে ফুলে।
দখিনা বাতাস বয় ছড়ায় সুবাস,
ফুলের সৌরভে ভরে উঠে চারিপাশ।


বসন্তের কাব্যপাঠে ভরে উঠে মন,
সুললিত ছন্দে কাব্য লিখিল লক্ষ্মণ।