বসন্ত আসিল আজি .....নবরূপে রূপে সাজি
বসন্তের হৃদয় রাঙা কবিতা (সপ্তমপর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


ফুলবনে ফুলশাখে ফুটিল কুসুম,
বসন্তের উত্সবে পড়ে অতি ধূম।
প্রকৃতি সেজেছে আজি অপরূপ সাজে,
হৃদয়ে পুলক জাগে বসন্ত বিরাজে।


আম্রকুঞ্জে কোকিলের শুনি কুহুতান,
কোকিলের ডাক শুনে ভরে মনপ্রাণ।
দিঘিজলে হাঁসগুলি করে কোলাহল,
জলে তার পানকৌড়ি ডুবে অবিরল।


ফুলবনে ফুলশাখে ফুটে ফুল কলি,
মধুতরে আসি জুটে পুঞ্জে পুঞ্জে অলি।
বসন্তের আগমনে হরষিত মন,
প্রকৃতির শোভা হেরি ভরে দু’নয়ন।


বসন্তের উত্সবে মেতে উঠে প্রাণ,
বসন্তের কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।