বসন্তের আগমনে ..... সবুজের অভিযান
বসন্তের সবুজ কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে পলাশ ফুল লোহিত বরণ,
বসন্তের আগমনে শোভা মনোহর।
ফুটে ফুল সুশোভিত কুসুমকানন,
পূরব দিশায় হেরি দীপ্ত প্রভাকর।


বসন্তে কোকিল গায় আম্র তরুশাখে,
কোকিলের কুহুতানে ভরে উঠে মন।
ফুটেছে ফুলের কলি রাঙাপথ বাঁকে,
ফুলে ফুলে অলি মধু করে আহরণ।


শিমূলের বনে বনে ফুটেছে শিমূল,
অবিরত পড়ে ঝরে ধূলাতে লুটায়।
আমবনে মুকুলিত আমের মুকুল,
বসন্তে কোকিল সদা কুহুকুহু গায়।


অজয় নদীর বাঁকে পিয়ালের বন,
দিবা অবসান কালে সূর্য অস্তাচলে।
বাজায় মাদল সবে আদিবাসীগণ।
পূর্ণিমার চাঁদ হাসে অজয়ের জলে।