বসন্তের আগমনে ..... সবুজের অভিযান
বসন্তের সবুজ কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত বাতাসে হাসে ফুলকলি সব,
অলিদল আসে ধেয়ে কুসুমকাননে।
প্রভাত পাখিরা সব করে কলরব,
বসন্তের দূত গাহে দূরে আমবনে।


বসন্তের রং লাগে দেহে আর মনে,
বসন্ত সমীরে কাঁপে নব কিশলয়।
ফুটেছে শিমুল ফুল শিমূলের বনে,
পলাশের শোভা হেরি প্রসন্ন হৃদয়।


রাঙাপথ ধরে আসে গাঁয়ের বধূরা,
কলসীতে জল ভরে চলে নিজ ঘরে।
দুইধারে কাঁটাগাছ ও বন ধুতুরা,
ফুলশাখে ফুল ফুটে আছে থরেথরে।


রাঙাপথ এসে মিশে অজয়ের ঘাটে,
তরুশাখে পাখি সব কিচিমিচি করে।
দিবা অবসানে রাঙা সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।