বসন্ত আসিল ..............কোকিল গাহিল
নব বসন্তের কবিতা ( নবম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ফাগুন আসিল কুসুম ফুটিল
বসন্তে হাওয়া বয়,
বসন্তে আজিকে হেরি তরুশাখে
নব নব কিশলয়।


আম্র তরুশাখে কোকিলেরা ডাকে
হৃদয়ে পুলক জাগে,
ফুল ফুটে বনে কুসুম কাননে
বসন্তের নেশা লাগে।


ফাগুন এসেছে পুলক জেগেছে
বসন্তে পলাশ ফুটে,
দূরে চেয়ে থাকি লাল রং মাখি
বসন্তের রবি উঠে।


অজয়ের চরে সারাদিন ধরে
বক বসে সারি সারি,
বসন্তের ছবি কবিতায় কবি
লিখে লক্ষ্মণ ভাণ্ডারী।