বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( প্রথম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


এসে গেল চৈত্রমাস ফাগুনের শেষে,
বছরের শেষ মাস আমাদের দেশে।
এ গাঁয়ের সীমানায় আমের বাগান,
বসন্ত প্রভাতে শুনি কোকিলের গান।


বনে বনে ফুল ফুটে আসে মধুকর,
মধু খেয়ে ঢুলে পড়ে ফুলের উপর।
রাঙাপথে দুই ধারে তালগাছ সারি,
কোথাও বেলের গাছ, খেজুর সুপারি।


প্রকৃতি সুন্দর হয়, বসন্ত সময়,
তরুশাখে বিকশিত নব কিশলয়।
ফুলবনে ফুলশাখে ফুটে কত ফুল,
শোভা দেয় প্রস্ফুটিত পলাশ শিমূল।


অজয়ের দুই কূলে বাবলা, ধুতুরা,
ফুল ফুটে রাধাচূড়া আর কৃষ্ণচূড়া।
বসন্তে কোকিল গায় সুমধুর গান,
বসন্তে কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।