বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( দ্বিতীয় পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে কোকিল ডাকে আম্র তরুশাখে,
আম কাঁঠালের বন মেঠো পথ বাঁকে।
শিমূল পলাশ ফুল লোহিত বরণ,
প্রকৃতির শোভা হেরি হরষিত মন।


নয়ন দিঘির পাড়ে আছে তালগাছ,
দিঘিজলে ভেসে উঠে বড় রুইমাছ।
জলে তার হাঁসগুলি কাটিছে সাঁতার,
খেজুর সুপারি গাছ পাড়ে চারিধার।


বসন্তে ফুটিল ফুল ফুলকলি শাখে,
প্রভাত পাখিরা সব কিচিমিচি ডাকে।
রাধাচূড়া্, কৃষ্ণচূড়া শোভা মনোহর,
গ্রাম সীমানায় দূরে অজয়ের চর।


অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
রবি ডুবে শেষ হয় দিবসের খেলা।
চাঁদ উঠে তারা ফুটে শুভ্র জোছনায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।