বসন্ত আসিল যবে .......কোকিল গায় কুহুরবে
বসন্তের সবুজ কবিতা ( চতুর্থ পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের দূত বসি আম্রতরু শাখে,
সারাদিন অবিরাম কুহু কুহু ডাকে।
বসন্ত আসিল তাই পাখি গীত গায়,
সকালে সোনার রবি কিরণ ছড়ায়।


বসন্তে পুলক জাগে রং লাগে মনে,
ফুটিল পলাশ ফুল পলাশের বনে।
শিমূলের বনে বনে ফুটেছে শিমূল,
ফুটে কত রাধাচূড়া কৃষ্ণচূড়া ফুল।


অজয় নদীর ঘাটে শোভা মনোহর,
রোদে করে ঝিকিমিকি অজয়ের চর।
বাজায় বাঁশের বাঁশি গাঁয়ের রাখাল,
হাঁটু জলে পার হয় নিয়ে গরুপাল।


বসন্ত পবনে হাসে কচি কিশলয়,
তরুশাখে নব পত্র সুসজ্জিত হয়।
চতুর্দিকে সবুজের নব অভিযান,
লিখিল লক্ষ্মণ কবি বসন্তের গান।