বাসন্তী দেবীপূজা.... বসন্তে মেতেছে ধরা
বাসন্তী দেবীর আগমনী (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে মাতিল ধরা অপরূপ মনোহরা
বাসন্তী দেবীর আগমনী,
বাসন্তে বাসন্তীপূজা তুমি মাগো দশভূজা
অন্নপূর্ণা জগত্জননী।


বসন্তে কোকিল ডাকে আম্রকুঞ্জে আম্রশাখে
বসন্তের আগমনী গায়,
এসো মাগো বাসন্তিকা কপালেতে জয়টীকা
নুপুর শোভিছে রাঙাপায়।


আজি বসন্ত প্রভাতে বিশ্ববাসী সবে মাতে
সবে করে দেবী আরাধনা।
আজি যেবা ভক্তিভরে দেবীর বন্দনা করে
দেবী হন অতি সুপ্রসন্না।


বসন্ত আসিল আজি নব কিশলয়রাজি
তরুশাখে বিকশিত হয়,
দেবীর মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
দেবীপূজা হয়েছে সময়।