বাসন্তী দেবীপূজা.... বসন্তে মেতেছে ধরা
বাসন্তী দেবীর আগমনী (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে কোকিলা ডাকে বসি আম্র তরুশাখে
কুহু কুহু স্বরে গীত গায়,
কুসুমিত উপবনে ধেয়ে আসে অলিগণে
ফুলেফুলে বসি মধু খায়।


রাঙাপথে গরুগাড়ি দূর গাঁয়ে দেয় পাড়ি
ছাড়িয়া কাঁকনতলা মাঠ,
রাঙাপথে উড়ে ধূলো গাড়ি টানে গরুগুলো
পার হয় অজয়ের ঘাট।


নব নব কিশলয় পত্র বিকশিত হয়
তরুশাখে নাচে পাখিসব,
অজয়ের নদীবাঁকে উড়ে বক ঝাঁকে ঝাঁকে
সারা দিন করে কলরব।


ঢাক বাজে বাজে কাঁসি মেতে উঠে গ্রামবাসী
বাসন্তী দেবীর পূজা করে,
লক্ষ্মণ ভাণ্ডারী কয় এল পূজার সময়
দেবীপূজা কর ভক্তিভরে।