বেড়ার ধারে ছাতিম গাছে
শালিক পাখির বাসা,
পাঁচিল কোণে মৌমাছিদের
মৌচাকটি বেশ খাসা।


উঠোনের পাশে কুয়োতলায়
ছাগলটা শুয়ে থাকে,
রাঙীগাই তার বাছুরীটাকে
হা-হাম্বা রবে ডাকে।


রান্নাঘরের চালে বসেছে
কপোত-কপোতী দুটি,
ফুল বাগিচায় হরেক রকম
কুসুম উঠেছে ফুটি।


ময়নামতী পুকুরের পাড়ে
বাবলা কাঁটার বন,
গাছের ডালে নাচে ফিঙে
জুড়ায় নয়ন মন।


গাঁয়ের রাঙা মাটির পথে
গরুর গাড়ি চলে,
গাঁয়ের মাঝি নৌকা চালায়
অজয় নদীর জলে।


অজয় নদীর ওই পারেতে
নবসন পুর গ্রাম,
গাঁয়ের পাশে অজয় নদীটি
বয়ে চলে অবিরাম।