কোকিলের কুহুতানে বিরহের সুর,
গ্রাম ছেড়ে যেতে হবে চলে বহুদূর।
মাটি ছেড়ে দূরে যেতে মন নাহি চায়,
শ্যামল বনানী কাঁদে ডাকিছে আমায়।


গাঁয়ের মানুষ সবে জল ভরা চোখে,
আবার আসিও বন্ধু বলে সব লোকে।
রাখালিয়া বাঁশি সুরে বুকে ব্যথা লাগে,
গাঁয়ে মা মাটি মানুষ, স্মৃতিপটে জাগে।


অজয়ের কলতানে বিদায়ের গীতি,
সকালে সাঁঝের বেলা দেখা নিতি নিতি।
জোছনার নদীজলে জলকেলি খেলা,
মনে পড়ে কত স্মৃতি বিদায়ের বেলা।


গাঁয়ের সবুজ স্মৃতি আমারে কাঁদায়,
বেদনার অশ্রুজলে দাও গো বিদায়।