বিদায়ী বর্ষ 1428 সুস্বাগতম 1429
বর্ষ বিদায়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্তমান বর্ষ শেষ সমাপ্তি আজিকে,
নূতনের আবাহন শুনি দিকে দিকে।
নববর্ষ বর্ষে বর্ষে করে আগমন,
পুরাতন বর্ষ করে অশ্রু বিসর্জন।


এই বর্ষ হবে গত কিছু ঘন্টা পরে,
স্মৃতি শুধু রয়ে যাবে বহু বর্ষ ধরে।
এবর্ষে কিবা পেলাম শুধুই বিষাদ,
নব বর্ষে পূর্ণ হবে নব নব সাধ।


চৈত্র মাস সংক্রান্তি শিবের গাজন,
সারা গাঁয়ে ধূমধাম পূণ্য শুভক্ষণ।
নদীচরে মেলা বসে অজয়ের ঘাটে,
সারাদিন মেলা হয় সূর্য বসে পাটে।


সন্ধ্যায় বাউলগান রাত্রে যাত্রা হয়,
দূরে প্রবাহিণী বয়, তটিনী অজয়।
পুরাতন বর্ষ শেষে নব বর্ষ আসে,
উদিত অরুণ রবি পূবদিকে হাসে।