বিদায়ের অশ্রুজলে ... ... দেবী বিসর্জন
বিসর্জনের বাজনা বাজে ঐ (প্রথম পর্ব)
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


দোলা চড়ি স্বর্গ হতে মর্ত্যে আগমন,
গজে চড়ি মা দুর্গার কৈলাসে গমন।
অগ্রে চলে গজানন, মালক্ষ্মী পশ্চাতে,
দেবী সরস্বতী চলে কার্তিকেয় সাথে।


সপ্তমী অষ্টমী তিথি নবমী পালন,
দশমীতে দশহরা দেবী নিরঞ্জন।
ঢাকঢোল কাঁসি বাজে বিদায়ের বেলা,
পূণ্য শুভক্ষণে হয়ে সিঁদুরের খেলা।


আসিবেন মা আবার এক বর্ষ পরে,
প্রতীক্ষায় রত সবে সারা বর্ষ ধরে।
বিদায়ের অশ্রুজলে দেবী বিসর্জন,
দশমীতে কোলাকুলি করে সর্বজন।


বিজয়া দশমী কাব্য হল সমাপন,
দেবী বিসর্জন কাব্য লিখিল লক্ষ্মণ।