বিদায়ের অশ্রুজলে ... ... দেবী বিসর্জন
বিসর্জনের বাজনা বাজে ঐ (সমাপ্তি পর্ব)
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


শ্বশুর আলয়ে চলে বিদায়ের অশ্রুজলে
দশমীতে কৈলাসেতে যান,
প্রতিমা বরণ করে সকলের অশ্রু ঝরে
আনন্দের হলো অবসান।


আজিকে সিঁদুর খেলা মিলন মধুর বেলা
রমণীরা অপরূপ সাজে,
ঢাক বাজে শাঁখ বাজে পূজা মণ্ডপের মাঝে
বিসর্জনের বাজনা বাজে।


লক্ষ্মী সরস্বতী চলে কার্তিক গণেশ বলে
চলো মাগো যাব কৈলাসেতে,
তাদের বাহন সব তুলে নানা কলরব
হাঁস, পেঁচা, চলিছে অগ্রেতে।


মুষিক, ময়ূর আছে চলে সব পাছে পাছে
মর্ত্য ধাম ছাড়ি স্বর্গধামে,
চডিয়া বিজয় রথে ধাবিছে আকাশ পথে
কৈলাস পর্বতে সবে নামে।


বল দুর্গা মাতা জয় দেহ মাগো বরাভয়
সর্বস্থানে হয় যেন জয়,
আজি দেবী বিসর্জন প্রতিমার নিরঞ্জন
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।