বিশ্বপিতা তুমি হে যীশু ....
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বিশ্বপিতা তুমি হে যীশু
মানবের মুক্তিদাতা,
প্রণমি তোমায় হে প্রভু
সবাকার পরিত্রাতা।


মানবের কল্যাণে তুমি
দেখালে যে পথ,
সেই পথে গেলে হয়
পূর্ণ মনোরথ।


সেইপথে চলবো মোরা
নিলাম শপথ,
সেই হোক সবাকার
জীবনের ব্রত।


শান্তির বাণী তুমি
আনিলে ধরায়,
কোটি  বিশ্ববাসী তাই
প্রণাম জানায়।


I am the truth
I am the way
I am the life


None can come
to the Father
without
through me


আমিই সত্য আমিই পথ
আমিই জীবন,
লভিলে যে অনন্ত জীবন
নাশিয়া মরণ।


বিশ্বপিতা তুমি হে জ্যোতির্ময়,
তোমারই হউক জয়,
নাহি ভয় নাহি ভয় নাহি ভয়
দাও প্রভু সাহস দুর্জয়।


তোমারই হউক জয়।
তোমারই হউক জয়॥


আমার পূর্ব-প্রকাশিত একটি কবিতা


ক্রিসমাস বড়দিন


কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


ক্রিসমাস বড়দিন ভারি ধূম হয়,
গীর্জা ঘরে ঘণ্টা বাজে প্রভাত সময়।
যীশুর প্রার্থনা হয় প্রথমে প্রভাতে,
প্রার্থনা সঙ্গীত সবে গাহে একসাথে।


ক্রিসমাস বড়দিন ভারি ধূমধাম,
হাসে খেলে নাচে গায় নাহিক বিরাম।
স্যান্টাক্লজ সবাকারে দেন উপহার,
সুমিষ্টান্ন কেক আদি বিবিধ প্রকার।


ক্রিসমাস বৃক্ষ এক শোভিত অঙ্গনে,
ফুলমালা সুসজ্জিত আবাস ভবনে।
শিশু বৃদ্ধ যুবা সবে উত্সবে মাতে,
কেক কাটি সকলেই খায় একসাথে।


রাতে কত জ্বলে আলো বিবিধ প্রকার,
ক্রিসমাস উত্সবে আলোর বাহার।