গ্রাম সীমানার পাশে বহিছে অজয়,
বৈশাখ মাসে তার হাঁটুজল হয়।
পার হয় গরুগাড়ি যাত্রী হয় পার,
নদীঘাটে হাট বসে প্রতি রবিবার।


আনে কেহ ধামা ঝুড়ি ঝাঁটা আর কূলো,
বেগুন পটল আলু কেহ বেচে মূলো।
তেলেভাজা আলুচপ চায়ের দোকান,
একতারা হাতে লয়ে বেণু ধরে গান।


ওপারের লোকজন সবে আসে হাটে,
বসে হাট কলরব অজয়ের ঘাটে।
বেলা যেই আসে পড়ে ভেঙে যায় হাট,
লোকজন ঘরে ফেরে জনহীন ঘাট।


চাঁদ উঠে, তারা ফুটে আকাশের গায়,
কল কল অবিরাম নদী বয়ে যায়।